বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা থানার ৭নং আমিরপুর ইউনিয়নের ছয়গেট নামক স্থানে অজ্ঞাত লাশের সন্ধান পাওয়া যায়। এলাকার লোকজন আনুমানিক বেলা ২টা দিকে লাশটি নদীর পানিতে কচুরী পানার উপরে লাশটি ভেসে থাককে দেখে পুলিশে খবর দেয়। প্রাথমিক ভাবে লাশটা কোন থানার আওতায় পড়েছে তা বুঝতে কষ্ট হলেও পারে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাশটি উদ্ধার করে। এ সময় ঘটনা স্থলে উপস্থিত হন জি এম মিলন, চেয়ারম্যান ৭নং আমিরপুর ইউনিয়ন পরিষদ, ভান্ডারকোর্ট ক্যাম্প ইনচার্জ এসআই তারেক, বাইনতলা অস্থায়ী ক্যাম্প ইনচার্জ এ এস আই নাজমুল সহ সঙ্গিও ফোর্স। অজ্ঞত এ লাশটি কোথা থেকে কি ভাবে নদীর পানিতে এসেছে তা জানা সম্ভব হইনায়। লাশটি প্রায় পচে নষ্টগলে গেছে। এলাকার লোকজনের মধ্যে ব্যপক আতঙ্ক সৃষ্টি হয়েছে।