রবিউল ইসলাম মিটু, যশোর : যশোরে ভবদহ এলাকায় সৃষ্ট জলাবদ্ধতার স্থায়ী সমাধানের ৫দফা দাবিতে ৪ দিনব্যাপী পদযাত্রা শেষ হয়েছে । পদযাত্রাটি শনিবার মণিরামপুর উপজেলার সুন্দলী ইউনিয়নে অবস্থান করে রাতে যশোর শহরতলীতে চাচড়া মোড়ে পৌছায়। সেখানে রাত্রি যাপন করে।
রোববার দুপুরে যশোর শহর প্রদক্ষিন করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।
পদযাত্রায় ভবদহ পনি নিষ্কাশন সংগ্রাম কমিটি উপেদেষ্টা ইকবাল কবির জাহিদ বক্তব্যে বলেন, আগামী ২২ তারিখে শাহবাগে মিলিত হয়ে স্পিকারে কছে স্বরকলিপি প্রদান করা হবে।
সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিত বাওয়ালী স্বাক্ষরিত স্মারকলিপিটির অনুলিপি পানিসম্পদমন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন এবং বক্তব্য উপস্থাপন করেন কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, রনজিত বাওয়ালী, গাজী আব্দুল হামিদ, বৈকুণ্ঠবিহারী রায়, অনিল বিশ্বাস, আবু বক্কার সিদ্দিকী, আতাউর রহমান বাবলু, চৈতন্য পাল, মো. আব্দুল গনি, অশোক রায়, জিল্লুর রহমান ভিটু, জাকির হোসেন হবি, আব্দুল মাজেদ, আহসান উল্লাহ ময়না, সঞ্চয় মল্লিক।
উল্লেখ্য গত ১৬ তারিখে ভবদহ সুইচ গেট থেকে এই ৪দিন ব্যাপী পদযাত্রা শুরু হয়।