যশোর: ভারত সীমান্ত পার হয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে যশোরের পুটখালী সীমান্ত থেকে চার ভারতীয় নাগরিক, তিন শিশুসহ ৪১ নারী-পুরুষকে আটক করেছে বিজবি। মঙ্গলবার সকালে তাদেরকে আটক করা হয়।
২১ বিজিবি কমান্ডিং অফিসার লে. কর্ণেল তারিকুল হাকিম জানান. গোপন সংবাদের মাধ্যমে জানাতে পারেন বেশ কিছু নারী-পুরুষ ভারত সীমান্ত পার হয়ে পুটখালী সীমান্ত এলাকায় প্রবেশ করেছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা মঙ্গলবার সকালে সীমান্ত এলাকায় অভিযান চালায়। এসময় চার ভারতীয়, তিন শিশুসহ ৪১ জন নারী-পুরুষকে আটক করে। এদের মধ্যে পুরুষ ১৭ জন, নারী ২১ জন ও শিশু ৩ জন। ভারতীয় চার নাগরিক হলেন আশুতা শিকদার, শুয়োনিতা শিকদার, শুনিল মজুমদার, বকুল মজুমদার। এরা সকলের ভারতের দক্ষিণ চব্বিশ পরগোনা ও বর্ধমান জেলায়। আটককৃত বাংলাদেশীদের বাড়ি যশোরের বেনাপোল, নড়াইল, ফরিদপুর, বরিশাল, সাতক্ষীরা ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়। এদের সকলেকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।