তথ্য বলছে, এতদিনের মধ্যে রবিবারই দেশে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের খোঁজ মিলেছে৷ যার মধ্যে প্রথমেই রয়েছে মহারাষ্ট্র৷ যেখানে করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭৬১৷ তারপরেই দিল্লি ও তামিলনাড়ু৷ আক্রান্তের সংখ্যা যথাক্রমে ১ হাজার ৬৯ ও ৯৬৯৷ পশ্চিমবঙ্গে ৯৫, রাজস্থানে ৭০০, অন্ধ্রপ্রদেশে ৩৮১, কেরলে ৩৭৪, গুজরাতে ৪৩২, কর্নাটকে ২২৬, জম্মু-কাশ্মীরে ২২৪, হরিয়ানায় ১৮৫, পঞ্জাবে ১৫১, বিহারে ৬৪, ওড়িশায় ৫৪, উত্তরাখণ্ডে ৩৫, অসমে ২৯, হিমাচলপ্রদেশে ৩২, চণ্ডিগড়ে ১৯, ছত্তীসগড়ে ১৯, ঝাড়খণ্ডে ২৫, লাদাখে ১৫, আন্দামানে ১১ জনর শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে৷ এছাড়াও গোয়া, পুদুচেরিতে ৭ জন করে, মণিপুর ও ত্রিপুরায় দুজন, মিজোরাম ও অরুণাচলপ্রদেশে ১ জন করে করোনা আক্রান্ত৷
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) আরো জানায়, গত ৪ দিনে আরও ৮০টি জেলায় নতুন করে করোনা আক্রান্ত মিলেছে৷ দেশে ৭৩৬টি জেলার মধ্যে ৩৬৪টি জেলা করোনা কবলিত৷
ভারতে এই মুহূর্তে ৮ হাজার ৪৪৭ জন করোনা আক্রান্ত৷ ২৭৩ জনের মৃত্যু হয়েছে৷ করোনায় সুস্থ হয়েছে ৭৬৪ জন৷