আন্তর্জাতিক ডেস্ক : প্রথাগত যুদ্ধ হলে ফের ভারতের কাছে হারতে হবে৷ তাই যুদ্ধ হলে ভারতকে পরমাণু অস্ত্রে এবার ঘায়েল করবে পাকিস্তান৷ আর এটাই হবে শেষ ভারত-পাক যুদ্ধ৷ বৃহস্পতিবার পাক সরকারের রেলমন্ত্রী শেখ রসিদ এসব কথা জানান৷ বলেন, ভারত যদি পাকিস্তানের উপর হামলা করে তাহলে আর প্রথাগত নয়, এবার পরমাণু যুদ্ধ হবে৷ আর তাদের পরমাণু বোমা অসম পর্যন্ত আঘাত হানতে সক্ষম৷
এক পাক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারেই ভারতের উদ্দেশ্যে পরমাণু হামলার হুঁশিয়ারি দেন৷ তবে ওই সাক্ষাৎকারে তিনি মেনে নেন পাক সেনা প্রথাগত যুদ্ধে ভারতের সঙ্গে পেরে উঠবে না৷ ভারতীয় সেনা প্রথাগত যুদ্ধে পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে৷ তাই এবার পরমাণু যুদ্ধ হবে৷ তিনি বলেন, ‘‘পাকিস্তানের হাতে ক্যালকুলেটেড, ছোটো, পারফেক্ট আর নিশানায় আঘাত হানতে সক্ষম এমন ক্ষুদ্র পরমাণু বোমা রয়েছে যা অসম পর্যন্ত আঘাত হানতে পারবে৷’’ আর পাকিস্তানের তৈরি পরমাণু বোমা ভারতের মুসলিমদের আঘাত করবে না৷ শুনুন রেলমন্ত্রীর বক্তব্য..
http://twitter.com/i/status/1296410929429729280