আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মুম্বাইয়ে একটি চারতলা ভবনে আগুন লেগেছে। এতে ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। হতাহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিসিসির।
বৃহস্পতিবার মধ্যরাতে ভবনটির কামালা মিলস রেস্টুরেন্ট ও শপিং কমপাউন্ড এলাকায় আগুন লাগে। এলাকাটিতে বেশ কয়েকটি অভিজাত রেস্তোরাঁ, বার, অফিস ও আবাসিক ভবন রয়েছে।
তবে ওয়াশিংটন পোস্ট নিহতের সংখ্যা ১৫ জন বলে জানিয়েছে।
বিবিসি প্রতিবেদনে বলা হয়, আগুন লাগার ৩০ মিনিটের মধ্যেই তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এতে অগ্নিদগ্ধ হয়ে ১৪ জন নিহত হন। হতাহতদের মধ্যে বেশিরভাগই নারী। তাঁরা একটি অনুষ্ঠানে যোগ দিতে ওই ভবনে গিয়েছিলেন।
ভবনের ছাদে নির্মিত একটি রেস্তোরাঁ থেকে অগ্নিকাণ্ডের উৎপত্তি হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।