ভারতে পূজা দিতে গিয়ে কুয়ায় পড়ে নিহত ৩৫

প্রকাশঃ ২০২৩-০৪-০১ - ১৪:২৩

ইউনিক ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশে মন্দিরে পূজা দিতে গিয়ে গভীর কুয়ায় পড়ে ৩৫ জন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৩০ মার্চ) ইন্দোরের বলেশ্বর মহাদেব মন্দিরে এ ঘটনা ঘটে। এতে একজন এখনও নিখোঁজ রয়েছেন। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে ১৪ জনকে। খবর এনডিটিভির।

রামনবমী উপলক্ষে পূজা দিতে শহরের স্নেহ নগর এলাকার ওই মহাদেব মন্দিরে ভিড় জমান পূণ্যার্থীরা। দর্শনের জন্য বেশ ক’জন পূণ্যার্থী মন্দিরের ভেতরে থাকা বহু পুরোনো একটি কুয়ার ছাদে উঠে পড়েন। অতিরিক্ত ভিড়ে কংক্রিটের স্ল্যাব বসানো ওই ছাদ ভেঙে ৪০ ফুট গভীর কুয়ায় পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনা এড়াতেই কুয়াটির ওপর কংক্রিটের স্ল্যাব বসানো হয়েছিল।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। নিহতদের পরিবারপ্রতি ৫ লাখ রুপি এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন শিবরাজ সিংহ।