এস এম জামাল, কুষ্টিয়া : উৎসবমুখর পরিবেশে কুষ্টিয়ায় বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করেছে কুষ্টিয়াবাসী।
শহরের বিভিন্ন দর্শনীয় স্থানে ভালোবাসার মানুষদের উপচে পড়া ভীড় লক্ষ করা গেছে। দিবসটি উপলক্ষে নানান সাজে সজ্জিত করা হয়েছিলো কুষ্টিয়ার খাবারের প্রতিষ্ঠান মৌবন।
এখানে এসে সেলফিসহ বিভিন্ন স্টাইলে ছবি তুলতে পেরে আনন্দে মাতোয়ারা হয়েছেন অনেকেই। একইসেই সাথে ক্রেতাদের জন্য চকোলট, কার্ড আর গোলাপ দিয়ে অভ্যর্থনা উৎসবকে আরও একধাপ এগিয়ে দেয়। আয়োজকরা জানান, ভালাবাসা ভালোবাসার সৃষ্টি হৃদয়ের গভীরতম স্থান থেকে। তাকে যেকোন দিন তারিকে বেদে ফেলা যায় না। বালোবাসা শুধু প্রেমিক প্রেমিকাদের জন্য নয়,সকলেই মিলে ভালোবাসার মানুষটিকে নিয়ে আনন্দে মাতোয়ারা হয়ে উঠতেই আমাদের এই প্রয়াস।
https://youtu.be/nIf8IGfZODk