ইউনিক প্রতিবেদক :
দেশের ভাসমান জনগোষ্ঠীকে করোনাভাইরাস টিকার আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন কভিড-১৯ টিকাদান ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক। রোববার থেকে তাদের টিকাদান কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়।
ডা. শামসুল হক বলেন, “সারাদেশে ছয় লাখ ভাসমান মানুষকে জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হবে। এরমধ্যে ঢাকায় দুই লাখ ৮৫ হাজার এবং দেশের অন্যান্য এলাকায় তিন লাখ ১৫ হাজার মানুষ টিকার আওতায় আসবেন। ভাসমান জনগোষ্ঠীর নির্ধারিত কোনো ঠিকানা নেই, এ কারণে তাদের সিঙ্গেল ডোজের জনসন অ্যান্ড জনসন টিকা দেওয়া হবে।”
এদিকে, ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীরা টিকার আওতায় এলেও কওমি মাদ্রাসার ৩০ লাখ শিক্ষার্থী ভ্যাকসিনের বাইরে রয়েছে তাদের ফাইজারের টিকা দেওয়া হবে বলে জানান ডা. শামসুল হক।
তিনি আরও বলেন, মাদ্রাসা শিক্ষাবোর্ড থেকে কেন্দ্রও নির্ধারণ করে দেওয়া হয়েছে। ওইসব কেন্দ্রে ফাইজারের টিকা সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। মাদ্রাসা শিক্ষাবোর্ড থেকে শিক্ষার্থীদের তালিকা অধিদপ্তরে পাঠানো হবে। ওই তালিকা ধরে শিক্ষার্থীদের টিকার ব্যবস্থা করা হবে।