এসএম জামাল, কুষ্টিয়াঃ কুষ্টিয়ার ভেড়ামারায় ৪৩৪ বোতল ফেনসিডিলসহ এক দম্পতিকে আটক করেছে র্যাব-১২। রোববার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। আটকরা হলেন- সেকেন্দার আলী (৫৫) ও তার স্ত্রী শাহানারা বেগম (৪৫)। র্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে উপজেলার বারো দাগ এলাকায় অভিযান চালিয়ে ৪৩৪ বোতল ফেনসিডিলসহ সেকেন্দার আলী ও তার স্ত্রী শাহানা বেগমকে আটক করা হয়। এ ব্যাপারে ভেড়ামারা থানায় মামলা দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।