এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরেরর কেশবপুরের মজিদপুর ইউনিয়নে করোনা ভাইরাস প্রতিরোধে মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশের নানামুখি কর্মকান্ড অব্যাহত রেখেছেন। তিনি ইতিমধ্যে করোনা ভাইরাস প্রতিরোধে সচেনতামূলক লিফলেট বিতরণ, মাস্ক বিতরণ, বিদেশ থেকে আগত ব্যক্তিদের বাড়িতে লাল পতাকা টানিয়ে লগডাউন করা, অতিদরিদ্রদের মাঝে সরকার প্রদত্ত খাদ্যসামগ্রী প্রদান নিশ্চিত করা, খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দামে চাউল বিক্রয় উদ্বোধন করা, ইউনিয়নের বাজারগুলোয় লগডাউন কার্যক্রম বাস্তবায়িত্ব হচ্ছে কি-না তা পরিদর্শন করা-সহ বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছেন। উক্ত কর্মকান্ড পরিচালনা করতে ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্যবৃন্দ, সুধিবৃন্দ, আনসার ভিডিবি ও গ্রাম পুলিশগণ সার্বিক সহযোগিতা করে আসছেন। এব্যাপারে মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ করোনা ভাইরাস প্রতিরোধে সকল নিয়ম-নীতি পালন করার জন্য মজিদপুর ইউনিয়ন বাসির প্রতি আহ্বান জানান।