মঠবাড়িয়ায় আ’লীগের তিন শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রকাশঃ ২০২৪-১০-১৭ - ১৭:৪২

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরে মঠবাড়িয়ায় সাবেক এমপি, দুই উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র সহ তিন শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। বুধবার গভীর রাতে আহমেদ সোহেল ও লাবু মিয়া নামে মৎস্যজীবী দলের দুই নেতা মঠবাড়িয়া থানায় পৃথক এ মামলা দু’টি দায়ের করেন। এর আগে বুধবার বিকেলে ঢাকার তুরাগ থানা পুলিশ মঠবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌসকে জিজ্ঞাসাবাদের জন্য তুরাগ থানার নয়া নগর এলাকার তার মালিকানাধীন আহম্মেদ শকস নামক ফ্যাক্টরি থেকে তাকে আটক করে থানায় নিয়ে যান। পরে মঠবাড়িয়া থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলার বাদী আহমেদ সোহেলের এজাহার সূত্রে জানা গেছে, ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ¦ রুহুল আমিন দুলালের সমর্থক ছিলেন। এতে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে তার বসত ঘর ঘেরাও করে। পরে তিনি পালিয়ে গেলে আওয়ামলীগের নেতাকর্মীরা তার বসতঘর হামলা ও ভাংচুর চালায় এবং বাড়ি ঘরের মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আহমেদ সোহেল বাদী হয় বুধবার রাতে মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর ও সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান সহ এজাহার নামীয় ২০ জন ও অজ্ঞাতনামা আরো ১২০ জন আসামি করে মামলাটি দায়ের করেন। অপরদিকে চলতি বছরের ১৭ জুলাই বিএনপি অফিসে হামলা ও ভাংচুরের ঘটনায় উপজেলা মৎস্যজীবী দলের নেতা লাভু মিয়া বাদী হয়ে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ডাক্তার রুস্তম আলী ফরাজী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, উপজেলা পরিষদের সাবেক দুই চেয়ারম্যান মোঃ আশরাফুর রহমান ও বায়েজিদ আহমেদ খান সহ এজাহার নামীয় ২৪ জন ও ১৫০ জনকে অজ্ঞতানামা আসামি করে আরেকটি মামলা দায়ের করেছেন। এব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন পৃথক দু’টি মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় সাবেক পৌর মেয়র আলহাজ্ব রফিউদ্দিন আহমেদ ফেরদৌসকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।