মঠবাড়িয়া যাকাতের অর্থ বিতরণ

প্রকাশঃ ২০২৪-১০-২৯ - ২২:১৪

মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্থ অসহায় ও দুঃস্থ্যদের মাঝে সরকারি যাকাত ফান্ড থেকে অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা মডেল মসজিদ সভাকক্ষে উপজেলার বিভিন্ন এলাকার ১৮ জন অসহায় ও দুঃস্থ্যদের হাতে যাকাত ফান্ডের অর্থের চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ও মঠবাড়িয়া পৌরসভার প্রশাসক আবদুল কাইয়ূম। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ ফেরদৌস ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শফিকুল আলম, ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজর মোঃ ওমর ফারুক, মঠবাড়িয়া মডেল মসজিদের পেশ ইমাম মুফতি শাহীন আলম সহ মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার শিক্ষকরা উপস্থিত ছিলেন।