মঠবাড়িয়ায় গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন

প্রকাশঃ ২০২৩-০২-১১ - ১৫:১৫

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরে গ্যাং, ইভটিজিং, চুরি, ছিনতাই সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নানান অপরাধ নিয়ন্ত্রনে এবং অপরাধ কর্মকান্ডে জড়িতদের চিহ্নিত করতে পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

মঠবাড়িয়া পৌর প্রশাসনের অর্থায়নে ও মঠবাড়িয়া থানা পুলিশের উদ্যোগে শহরের অন্তত ৩০টি গুপুপ্তপূর্ণ স্থানে এ সিসি ক্যামেরা স্থাপন হয়। গুরুত্বপূর্ণ স্থান সমূহের মধ্যে পিরোজপুর ও ভান্ডারিয়া থেকে মঠবাড়িয়া শহরের প্রবেশদ্বার বহেরাতলা, উপজেলা পরিষদ গেট, সরকারি কলেজ রোড, কোর্ট এলাকায়, উপজেলা আওয়ামীলীগ অফিস সড়ক, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পৌরসভা গেট, পৌরসভার ভিতর, কাপুড়িয়াপট্টি, ফল পট্টি, মোক্তার পট্টি, মিরুখালী রোড, ডাক বাংলো রোড, কে.এম লতিফ ইনষ্টিটিউশন সম্মুখ রোড, থানা মসজিদ রোড, থানা গেট, সার্কেল অফিস গেট, সাপলেজা ও গুলিসাখী অভিমুখী থানা মোড়, পৌরসভার প্রশাসক সেলিম মাতুব্বরের বাসা সম্মুখ ও হোটেল প্রিন্সের সম্মুখ সড়কে এ সিসি ক্যামেরাগুলো স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার ফুটজ সরাসরি মঠবাড়িয়া থানার ডিউটি অফিসারের রুম থেকে ২৪ ঘন্টা মনিটরিং করা হচ্ছে। সিসি ক্যামেরা স্থাপনের ফলে অপরাধ কমে আসবে বলে ধারনা সকল শ্রেণী পেশার মানুষের।

পৌর প্রশাসক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আজিজুল হক সেলিম মাতুব্বর বলেন, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম, চুরি-ছিনতাইসহ বিভিন্ন প্রকার অপরাধ দমনে এসব সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম বলেন, অপরাধ নির্মূল ও রহস্য উদঘাটের জন্য প্রযুক্তির বিকল্প নেই। আধুনিক প্রযুক্তির প্রথম ও প্রধান অংশ হিসেবে পৌর শহরে সিসি ক্যামেরা স্থাপণ করা হয়েছে। এতে সকল প্রকার অপরাধ কমে আসবে। তিনি বাসা, বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, দোকান ও ব্যাংক সহ গুরুত্বপূর্ণ  সব জায়গায় সিসি ক্যামেরা ব্যবহারের আহবান জানান।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো: কামরুজ্জামান তালুকদার এ বিষয়ে বলেন, মঠবাড়িয়া পৌর প্রশাসনের অর্থায়নে  ইতিমধ্যে শহরে ৩০টি পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে গোটা উপজেলা ছোট বড় হাট বাজারগুলোতেও সিসি ক্যামেরা স্থাপণ করা হবে।