মঠবাড়িয়া প্রতিনিধি : আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আঃ মালেক মোল্লার প্রতিষ্ঠিত মঠবাড়িয়ার সাপলেজা লায়লা মালেকিয়া বালিকা দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন মাদ্রাসার শিক্ষানুরাগী সদস্য এ কে এম তৌহিদ। পরে মাদ্রাসার সুপার মাওলানা মোঃ নুরুল আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি এ কে এম তৌহিদ ছাড়াও অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ আঃ কুদ্দুস, সহকারী মৌলভী রফিকুল ইসলাম বাবুল মৃধা, জাকির হোসেন দর্জী ও ইউসুফ আলী ফরাজী প্রমুখ। এসময় প্রধান অতিথি বলেন শিক্ষার্থীদের মেধা বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কোন বিকল্প নেই। অনুষ্ঠান শেষে মাদ্রাসার প্রতিষ্ঠাতা আঃ মালেক মোল্লার অর্থায়নে অনুষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ করা হয়।