মণিরামপুরে গাঁজাসহ আটক ৩

প্রকাশঃ ২০২০-০৪-১৬ - ১৫:১১

যশোর প্রতিনিধি :  র‌্যাব সদস্যরা বৃহস্পতিবার ভোরে যশোরের মণিরামপুর উপজেলার কালীবাড়ি রোডে অভিযান চালিয়ে ৫শ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলো,  মণিরামপুর উপজেলার বাহাদুরপুর গ্রামের প্রফুল্ল বাকচির ছেলে প্রকাশ বাকচি, কাজিয়ারা গ্রামের রহিম বিশ্বাসের ছেলে আজিজুল রহমান এবং একই গ্রামের মৃত বাবর আলী বিশ্বাসের ছেলে সাইফুল ইসলাম।
র‌্যাবের পাঠানো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৃহস্পবিার ভোরে মণিরামপুর কালীবাড়ি রোডে অভিযান চালিয়ে ৫শ গ্রাম গাঁজাসহ তাদেরকে আটক করা হয়েছে।