মণিরামপুর (যশোর) : বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে হাকোবা ঈদগাহের নিকট থেকে ২৭ বোতল ফেনসিডিলসহ মনজিলা বেগম (৩২) নামের এক মহিলা মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করেছে। থানার এসআই আতিকুল ইসলাম জুয়েল গোপন সংবাদের ভিত্তিতে একটি ভাড়ার মোটরসাইকেল থামিয়ে এই মাদক ব্যবসায়ীকে আটক করেন। পুলিশ জানায়, মহিলা কালো বোরকা পরে বুকের মধ্যে ফেনসিডিল রেখে কৌশলে নেয়ার সময় ধরা পড়ে। সে বাগেরহাট জেলার চিতলমারী থানার পাইলপাড়া গ্রামের সুমন বিশ^াসের স্ত্রী। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।