মণিরামপুর সরকারি কলেজে নবীনবরণ উৎসব

প্রকাশঃ ২০২৩-০২-০২ - ১৩:২১

যশোর অফিস : মণিরামপুর সরকারি কলেজে একাদশ শ্রেনির শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে নবীনবরণ হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার দুপুরে কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের অনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় অতিথিসহ কলেজ প্রশাসন।

মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কবীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।

কলেজের অধ্যক্ষ জিএম রবিউল ইসলাম ফারুকীর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার প্রমুখ।