অভয়নগর (যশোর) : মনিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নের রজিপুর গ্রামে অবৈধ ডিস ক্যাবল নেটওয়ার্ক ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযানে মালামাল জব্দ করে মালিকের বিরুদ্ধে মামলা দায়ের কেরেছ ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (যশোর) জাকির হোসেন অভিযান ও মামলার বিষয় নিশ্চিৎ করে বলেন, রজিপুর গ্রামের মৃত অনাধীকার সরকারের ছেলে প্রবির কুমার সরকার ওরফে চৌক নিজ বাড়িতে অবৈধ ডিস ক্যাবল নেটওয়ার্ক স্থাপন করে ব্যবসা করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। বুধবার বিকালে এ অভিযান বাংলাংলাদেশ টেলিভিশন নেটওয়ার্ক ২০০৬ এর নিয়ম ভঙ্গের অপরাধে মালামাল জব্দ করে ৪ ধরায় নেটওয়ার্কের মালিক প্রবির কুমার সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। গ্রামবাসী ও গোপন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ প্রবিরের এ অবৈধ ডিস নেটওয়ার্ক ব্যবসার সাথে পার্শ্ববর্তী ঢাকুরিয়া বাজারের বদরুজ্জামান এবং সহকর্মী হিসেবে অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের দত্তগাতী গ্রামের শীবপদ মন্ডল ওরফে বাপ্পি ও ইউপি সদস্য আলম জড়িত আছেন। তারা দু’জনে মনোহরপুর রজিপুর থেকে নেটওয়ার্কর অবৈধ লাইন পায়রা ইউনিয়নে নিয়ে এসছেন। ভ্রাম্যমান আদালতের এ ধরণের অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।