মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুরে মাছবোঝাই পিকআপভ্যানের চাপায় আবদুল খালেক নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গত শনিবার রাত ১০ টারদিকে পৌরশহেরর সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। চাপা দিয়ে পালানোর সময় থানা মোড়ে ব্যারিকেড দিলে পিকআপভ্যনটি ফেলে চালক পালিয়ে যায়। পরে সেখান থেকে পুলিশ পিকআপটি জব্দ করেন । নিহত আবদুল খালেক(৪৫) ঝিকরগাছা উপজেলার নাভারন এলাকার মোবারক আলী মোড়লের ছেলে। আবদুল খালেক মনিরামপুর উপজেলার চিনাটোলা কলেজের (ননএমপিওভূক্ত) অফিস সহকারির পাশাপাশি একটি ওষুধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি ছিলেন।
উপজেলার শ্যামকুড় ইউপির প্রয়াত চেয়ারম্যান এসএম মশিউর রহমানের ভাগ্নিজামাই আবদুল খালেক পরিবার নিয়ে মনিরামপুর পৌরশহরের গাংড়া মোড়ে একটি ভাড়াবাসায় বসবাস করতেন। তিনি শনিবার রাতে কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন। রাত ১০ টার দিকে তিনি পৌরশহরের সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে পৌছলে পিছন থেকে আসা মাছবোঝাই একটি পিকআপভ্যান(ঢাকা মেট্রো -ট-১৮-৪২২৩) তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।পরে স্থানীয়রা তাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খালেককে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রাত সাড়ে ১১ টারদিকে খালেকের মৃত্যু হয়। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মনিরুজ্জামান জানান, জব্দকৃত পিকআপভ্যানটি থানা হেফজেত আছে। তবে এ ব্যাপারে কেউ মামলা করেনি।