ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ শুক্রবার বিকালে ফুলতলার দামোদর বরণপাড়ায় স্কুল মাঠে এলাকাবাসির সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন। স্থানীয় আওয়ামীলীগ নেতা সরদার ফেরদাউস হোসেন বেলুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আসলাম খান, ওসি মোঃ মনিরুল ইসলাম। শহিদুল্লাহ প্রিন্সের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ওয়ার্কার্স পার্টির থানা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আঃ মজিদ মোল্যা, শ্রমিক নেতা সরদার ইদ্রিস আলী, সরদার জাকির হোসেন, মাওঃ মোশারফ হোসেন, মাওঃ শাহাজাহান হুসাইন, হাফেজ শামসুল হক, মোঃ লুৎফর রহমান শেখ, মোঃ লোকমান শেখ, প্রভাষক মাজহারুল ইসলাম প্রমুখ।