বহুদিন হয়ে গেছে
এ শহর ভুলে গেছে তোকে ।
তোর গন্ধ, তোর নিঃশ্বাসের শব্দ,
সব ভুলে গেছে ।
কালো ঠোট দেখলে
এখন আর কারন খুঁজি না,
ভালবাসা দিশেহারা হয়ে
শহরের নতুন জঞ্জালের স্তুপে
নেশা করে
মরা মানুষের গন্ধে।
কিছু নতুন ঠোট তবুও, ভালবাসে ।
গল্প বলে যায় মরা মানুষের ।
দুঃস্বপ্নের ভোরে
বেঁচে যায় মরা ভালবাসা ।
জীবন ঠিকিই চলে
জীবনের মায়াছলে
পুরাতন যত গন্ধ তোর বুকের,
দিস অন্য কারো
বিছানার নরম চাদরে ।
দু’চারটে ফুল না হয় সেদিন
সকালের আগে গেল ঝরে,
কি ই বা তাতে এসে যায় ?
তুই নতুন জামার গন্ধে
ধুয়ে ফেলিস প্রাক্তনকে
সকালের স্নানে ।
এ শহর আর আমার
কোন পার্থক্যই নেই
বহু পুরোনো স্মৃতি
বয়ে চলেছি দুজন ।
তবু নেই ক্লান্তি তোর,
শুধু যত অভিযোগ
বলে গেল আমায়
এ বর্ষায় হবে না তোর
দুঃখের শেষ বিদায় ।
” মরা ভালবাসা “- সৌরভ রায়
০৮-০৩-২০১৯ ইং।