মহিলা ওয়ার্ডে খসে পড়ল পলেস্তারা, অল্পে রক্ষা রোগী-স্বজনদের

প্রকাশঃ ২০২৩-০৩-১২ - ১৬:৪৭

ইউনিক ডেস্ক : চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে ছাঁদ থেকে পলেস্তারা খসে পড়ার ঘটনা ঘটেছে। তবে সেটি দুই বেডের মাঝামাঝি স্থানে পড়ায় রোগী ও স্বজনরা অল্পের জন্য রক্ষা পেয়েছেন।

শুক্রবার রাত ১০টার দিকে সদর হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডের এক্সটা-৮ নং বেডের পাশে পলেস্তারা খসে পড়ার এই ঘটনা ঘটে। এই ঘটনায় ওয়ার্ডের রোগীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

রাতে সরজমিনে দেখা যায়, মহিলা সার্জারি ওয়ার্ডের এক্সটা-৮ নং বেড ও পাশের বেডের মাঝে ওপর ছাঁদ থেকে প্রায় ১০-১৫ ইঞ্চি জায়গার পলেস্তারা খসে পড়ে। ঘটনার সময় দুই বেডেই রোগী শুয়েছিলেন। এতে রক্ষা পেয়েছেন রোগী ও স্বজনরা। অবশ্য বেশ কিছু স্থানে পলেস্তারায় ফাটল ধরেছে। যেকোনও মুহূর্তে তা খসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।

এক্সটা-৮ নং বেডের রোগী শেফালী খাতুন বলেন, আমি বিছানায় শুয়ে ছিলাম। হঠাৎ ওপর থেকে বেশ কিছু পলেস্তারা খসে পড়ে। আমি যদি বেডের বাইরে দাঁড়িয়ে বা বসে থাকতাম তাহলে আমার মাথায় পড়তো। আল্লাহ পাক রক্ষা করেছেন।

ওয়ার্ডের অন্য রোগীরা বলেন, হঠাৎ পলেস্তারা খসে পড়ার ঘটনায় রোগী ও স্বজনরা আতঙ্কিত হয়ে পড়েছেন। ওই পলেস্তারা যদি কোনও রোগীর ওপর পড়তো তাহলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। এছাড়া বেশ কিছু স্থানে পলেস্তারা উঠে যাচ্ছে। যে কোনও সময় তা খসে পড়তে পারে। দ্রুত মেরামত না করলে বড় দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করেন তারা।

এ বিষয়ে জানতে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহা: আতাউর রহমান ও আবাসিক মেডিকেল অফিসার ডা. এএসএম ফাতেহ আকরামের সঙ্গে যোগাযোগ করতে একাধিকবার কল করা হলেও কোনও সাড়া পাওয়া যায়নি।