মহেশপুরে অপহরণের ৫ দিনেও উদ্ধার হয়নি স্কুল ছাত্রী

প্রকাশঃ ২০২৩-০৩-২০ - ১১:৩৮

মহেশপুর সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামের অপহরণের ৫দিনেও উদ্ধার হয়নি স্কুল ছাত্রী। এ ঘটনায় মহেশপুর থানায় অপহৃতের পিতা একটি অভিযোগ দায়ের করেছেন।

ঘটনার বিবরণে জানা যায়, ১৪ মার্চ ফতেপুর সামছুদ্দিন সরদার মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী বিদ্যালয়ে ক্লাস শেষ করে বাড়ি ফেরার পথে ফতেপুর দাখিল মাদ্রাসার কাছে পৌছালে বেড়েরমাঠ গ্রামের শুকুর আলীর ছেলে হৃদয়সহ ৪/৫ জন মিলে মেয়েটি অপহরণ করে নিয়ে যায়। গত ৫দিনেও ওই স্কুল ছাত্রীর কোন সন্ধান মেলেনি।

মেয়ের পিতা জানান, তারা সনাতন ধর্মের মানুষ। হৃদয় দীর্ঘদিন ধরে তার মেয়েকে উত্যক্ত করে আসছিল। বিষয়টি তার পরিবারকে জানালে তারা আরো ক্ষিপ্ত হয় এবং নানা ধরণের হুমকি দিতে থাকে এবং ওইদিনই তার মেয়েকে তারা অপহরণ করে নিয়ে যায়।

এ ব্যাপারে মহেশপুর অফিসার ইনচার্জ খন্দকার শামীম উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন,মেয়ের পিতা অভিযোগ দিয়েছে মামলা এখনও এন্ট্রি করা হয়নি তবে মেয়েটি উদ্ধারের জন্য জোর তৎপরতা চলছে।