মাগুরা : মাগুরা শহরতলীর বরুনাতৈল পশ্চিমপাড়ায় ছুরিকাঘাতে আকামত মোল্লা (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে প্রতিবেশি এশা শেখ নামে এক যুবকের ছুরিকাঘাতে তিনি নিহত হন। নিহত আকামত মোল্লা বরুনাতৈল গ্রামের মৃত মোবারক মোল্লার ছেলে। তিনি মাগুরা পুরাতন বাজারে শ্রমিকের কাজ করতেন। নিহতের ছেলে নাসিরুল হোসেন মোল্লা জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে তার বাবা বাড়ির সামনে আলাউদ্দিনের দোকানে চা খেতে যান। এ সময় প্রতিবেশি জালাল শেখের ছেলে এশা শেখ হঠাৎ করে সেখানে উপস্থিত হয়। এরপর তার বাবা আকামতের বুকের ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাসিরুল আরো জানান, তার বাবা কিংবা তাদের পরিবারের কারোর সাথে এশা নামে ওই যুবকের বা এলাকাবাসীর কোন পূর্ব বিরোধ নেই। কিন্তু কি কারণে তার বাবাকে নির্মমভবে হত্যা করা হলো তারা তা জানেন না। মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে জরুরী বিভাগে চিকিৎসক আরিফুর রহমান জানান, হাসাপাতালে আনার আগেই আকামত মারা যান। নিহতের বুকের বাম পাশে ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন রয়েছে। মাগুরা সদর থানার ওসি জয়নাল আবেদিন জানান, পুলিশ সুপারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।