মাগুরা প্রতিনিধি :
যশোর-মাগুরা সড়কের গাইদঘাট এলাকায় গাছের সাথে দিগন্ত পরিবহনের ধাক্কায় চালক নিহত ও ৮ যাত্রী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার ভোর পাঁচটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও যাত্রীরা জানিয়েছে, এ দিন ভোরে ঢাকা থেকে দিগন্ত পরিবহনের একটি বাস দ্রুতগতিতে যশোরের দিকে আসছিল। পথে মাগুরা সড়কের গাইদঘাট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গাছের সাথে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক সোহাগ হোসেন (৩৬) নিহত হন। তার বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায়। পিতার নাম বাবু মিয়া। দুর্ঘটনায় আহত হন আরও আটজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।