যশোর: মাদকের ভয়াবহ বিস্তার ঠেকাতে তথ্য মন্ত্রনালয়ের বিভিন্ন অধিদপ্তর বৃহস্পতিবার এক যোগে ৬৪টি জেলায় এক যোগে প্রেসব্রিফিংয়ের মাধ্যমে সচেতনতা মূলক প্রচার অভিযান শুরু করেছে। তারই অংশ হিসেবে জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে সকাল ১১টায় অনুষ্ঠিত প্রেসব্রিফিংয়ে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উপসচিব দেবপ্রসাদ পাল বলেন, দেশে অনাকাঙ্খিতভাবে মাদকের অপব্যবহার বেড়ে গেছে। বর্তমান সমাজে মাদকাশক্তি সর্বনাশা ব্যাধিরূপে বিস্তার হয়েছে। দুরারোগ্য ব্যাধির মতোই তা তরুণ সমাজকে গ্রাস করছে। আগামী প্রজন্মকে রক্ষায় মাদকের এ ভয়াবহ গ্রাস ঠেকাতে চাই জনসচেতনতা। এ লক্ষ্যে বর্তমান সরকার বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। তারই অংশ হিসেবে ১ মার্চ থেকে তথ্য অভিযান শুরু করেছে তথ্য মন্ত্রণালের বিভিন্ন অধিদপ্তর। তিনি এ কার্যক্রম সফল করতে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি মাদকদ্রব্য অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক আবুল হোসেন ২০১৭ সালের জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের কার্যক্রম তুলে ধরেন। সভাপতিত্ব করেন জেলা সিনিয়র তথ্য অফিসার এএসএম কবীর। উপস্থিত ছিলেন কলামিস্ট অধ্যাপক মশিউল আজম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক এসএম তৌহিদুর রহমানসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।