ফুলতলা(খুলনা) প্রতিনিধিঃ খুলনা জেলা প্রশাসক মোঃ হেলাল হোসেন বলেছেন, পরিবার ও সমাজে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার্থে মাদক নির্মূলের কোন বিকল্প নেই। জেলা পর্যায়ে মাদক নির্মূলে ফুলতলা থেকে টাস্কফোর্সে অভিযান শুরু হবে। মাদকের ব্যাপারে কোন আপোষ নয় । মাদক নির্মূলে সচেতন শিক্ষার্থীদেরকেও এগিয়ে আসতে হবে।
শুক্রবার বেলা ১১টায় ফুলতলা উপজেলা প্রশাসন আয়োজিত ও পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠিত মাদক বিরোধী টাস্কফোর্স ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ইউএনও পারভীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ , উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। বিআরডিপি কর্মকর্তা মোঃ আফরুজ্জামান পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, ওসি মোঃ মনিরুল ইসলাম, ওসি (তদন্ত) উজ্জ্বল দত্ত, ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মনিরুল ইসলাম, শরীফ মোহাম্মাদ ভুঁইয়া শিপলু, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, শামসুল আলম খোকন, মাওলানা মোঃ মোশাররফ হোসেন প্রমুখ। এর পূর্বে জাতীয় ভোক্তা অধিকার দিবসের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।