মাদারীপুর : মাদারীপুরে একটি শহীদ মুক্তিযোদ্ধা পরিবার গত দেড় যুগ ধরে বাড়ি থেকে বের হওয়ার কোন পথ না থাকায় অবরুদ্ধ অবস্থায় রয়েছে। একটি পথের জন্য প্রশাসনের কাছে বার বার ধর্ণা দিয়েও পায়নি কোন প্রতিকার। সম্প্রতি ভুক্তভোগী পরিবারটির বাড়ির চারপাশের অবরুদ্ধকারীদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তারপরেও পুলিশ ও প্রশাসন কোন উদ্যোগ নেয়নি। অন্তবর্তীকালীন সরকারের কাছে বাড়ি থেকে বের হওয়ার একটি পথ তৈরীর দাবী করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
অভিযোগপত্র ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের ৫ নং ওয়ার্ডের টিবি হাসপাতাল রোডের কালীবাড়ি সংলগ্ন বাসিন্দা ও মুক্তিযুদ্ধের রণাঙ্গনের শহীদ সরোয়ার হোসেন বাচ্চুর ভাই মো. শরীফ দেলোয়ার হোসেন (খোকন) তার বসত বাড়ির সামনে থাকা ২২ শতাংশ সরকারি খাস জমির উপর দিয়ে চলাচল করে বসবাস করছিল। কিন্তু প্রতিবেশী মোবারকদী এলাকার বাসিন্দা মনসুর শরীফ, মনির শরীফ ও বজলু খন্দকারসহ বেশ কয়েকজন ব্যক্তি স্থানীয় প্রভাব বিস্তার করে মো. শরীফ দেলোয়ার হোসেনের কাছ থেকে অর্থ আদায়ের অপকৌশল হিসেবে সরকারি খাস জমির উপর দিয়ে চলাচল করার পথটি বন্ধ করে দেয়। এতে গত ১৫ বছর ধরে পরিবারটি বাড়ি থেকে বের হওয়ার পথ বন্ধ থাকায় অবরুদ্ধ অবস্থায় রয়েছে। এই বিষয়টি নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে লিখিত ভাবে অভিযোগ দায়ের করে প্রতিকার চাইলেও গত ১৫ বছরে এই পরিবারটি কোন প্রতিকার পায়নি। তাই নিজেদের বাড়ি থেকে নির্বিঘ্নে চলাচল করার জন্য সরকারের কাছে খাস জমির মধ্যে থেকে পরিবারটি একটি পথ তৈরী করে দেওয়ার দাবী করছে।
এই বিষয়ে ভুক্তভোগী মো. শরীফ দেলোয়ার হোসেন বলেন, ‘আমি যখন এখানে বাড়ি করি তখন আমার বাড়ির সামনের সরকারি খাস জমি ব্যবহার করে যাতায়াত করতাম। কিন্তু এলাকার বেশ কয়েকজন ব্যক্তি প্রভাব খাটিয়ে আমার বাড়ির চলাচলের পথটি বন্ধ করে দেয়। এতে গত ১৫ বছর ধরেই আমার বাড়ি থেকে বের হওয়ার পথ না থাকায় আমরা অবরুদ্ধ অবস্থায় আছি। আমার কাছ থেকে অর্থ আদায়ের অপকৌশল হিসেবে এসব কাজ তারা করে আসছে বলে আমি ধারণা করি। পুলিশ ও প্রশাসনের কাছে আমি প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দিলেও আমার সমস্যার কোন সমাধান এখনো পাইনি।
এই বিষয় মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন বলেন, দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তি বাড়ি থেকে বের হওয়ার পথ না থাকার একটি অভিযোগ থানায় করেছে। আমরা খোঁজ খবর নেব।