মানবিকতার এক অনন্য নজির স্থাপন করেছে বাংলাদেশ নৌবাহিনী

প্রকাশঃ ২০২৪-০৮-২৯ - ১৩:৩৬

ইউনিক ডেস্ক :দেশের বিভিন্ন স্থানে বন্যা কবলিত এলাকায় উদ্ধার ও চিকিৎসা সেবা প্রদানে মানবিকতার এক অনন্য নজির স্থাপন করেছে বাংলাদেশ নৌবাহিনী। ফেনীর ফুলগাজী উপজেলায় ‘ফিল্ড হসপিটাল’ স্থাপন করে এবং খুলনার পাইকগাছায় ভ্রাম্যমাণ হাসপাতালের মাধ্যমে স্থানীয়দের চিকিৎসা সেবা নিশ্চিত করছে। প্রতিদিন শতশত মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করছে। এদিকে অন্যান্য দিনের ন্যায় ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রয়েছে।