মানুষকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করে দেয়া হয়েছে: হেলাল

প্রকাশঃ ২০২৩-০২-২৬ - ১১:০৭

বিজ্ঞপ্তি : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, আগামী ‘২৩ সালের জাতীয় নির্বাচনে আপনি (শেখ হাসিনা) প্রার্থী হতে পারবেন কি না সন্দেহ! মানুষকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করে দেয়া হয়েছে। মানুষের ঘরে আজ খাদ্য নেই, বস্ত্র নেই, শিক্ষা-চিকিৎসা সংকটে মানুষ। কারণ আওয়ামী লীগ আর দুর্ভিক্ষ একেঅপরের পরিপূরক। আ’লীগও যা দুর্ভিক্ষও তাই। ‘৭৩ সালে মানুষকে দুর্ভিক্ষ দিয়েছেন, আজ একাবিংশ শতাব্দীতে এসেও দুর্ভিক্ষই দিয়েছে।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মুল্যবৃদ্ধি ও দিনকাল, আমার দেশসহ বন্ধ সকল গণমাধ্যম খুলে দেবার দাবিতে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, ফ্যাসিষ্ট সরকারের পদত্যাগ, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ ১০দফা দাবিতে খুলনায় জেলা বিএনপি’র উদ্যোগে পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শনিবার বিকেলে নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে জমায়েত শেষে নগরীতে বিশাল পদযাত্রা বের হয়। খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খানের সভাপতিত্বে সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা।

আজিজুল বারী হেলাল বলেন, আ’লীগের রাজনীতি আজকে বাংলাদেশে পরাজিত হয়েছে। আজ বাংলাদেশের ৬৪টি জেলায় তারেক রহমানের আহবানে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে পদযাত্রা হয়েছে। সাড়াশি অভিযানের নামে গত দু’দিন আমাদের বিপুল সংখ্যক নেতাকর্মীর ঘরে-ঘরে পুলিশী হয়রানি করা হয়েছে, গণগ্রেফতার করা হয়েছে। তাতেও পদযাত্রা রুখে দিতে পারেনি। সকল বাঁধা অতিক্রম করে খুলনার রাজপথে লাখো জনতা নেমে এসেছে, তারা আজ আপনার (শেখ হাসিনার) পদত্যাগ চায়।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নগর বিএনপি’র সদস্য সচিব মোঃ শফিকুল আলম তুহিন, জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু, কাজী মোঃ রাশেদ, খান জুলফিকার আলী জুলু, স ম আব্দুর রহমান, এসএ রহমান বাবুল, কাজী মাহমুদ আলী, মোঃ রকিব মল্লিক, মোস্তফাউল বারী লাভলু, আবুল কালাম জিয়া, মোল্লা মোশাররফ হোসেন মফিজ, বদরুল আনাম খান, শেখ তৈয়বুর রহমান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম নান্নু, মাসুদ পারভেজ বাবু, শামসুল আলম পিন্টু, এনামুল হক সজল, মনিরুজ্জামান মন্টু, অধ্যাপক ডাঃ গাজী আব্দুল হক, চৌধুরী কওসার আলী, আব্দুর রাজ্জাক, এ্যাড. মোমরেজুল ইসলাম, ডাঃ আব্দুল মজিদ, আশফাকুর রহমান কাকন, খায়রুল ইসলাম খান জনি, অসিত কুমার সাহা, শাকিল আহমেদ দিলু, ইলিয়াস হোসেন মল্লিক, কেএম হুমায়ুন কবির, সুলতান মাহমুদ, মনিরুজ্জামান লেলিন, এসএম মুর্শিদুর রহমান লিটন, নাজিরউদ্দিন আহমেদ নান্নু প্রমুখ।

গ্যাস-বিদ্যুৎ, চাল-ডাল, তেল-আটাসহ নিত্যপ্রয়োজনীয় পন্য-দ্রব্য, সার-ডিজেলসহ কৃষি উপকরণের লাগামহীন মুল্যবৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জনগুরুত্বপূর্ণ ১০দফা দাবিতে এ পদযাত্রা বিশাল শো’ডাউনে বিএনপি নেতাকর্মীদের হাতেহাতে ছিল জনগুরুত্বপূর্ণ দাবি সম্বলিত প্লাকার্ড। তবে দুপুরের পর থেকে কে.ডি ঘোষ রোডস্থ থানা মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। তাছাড়া নগরীর প্রবেশদ্বারগুলোতে ছিল তল্লাশী; যেখানে বিএনপি নেতাকর্মীদের বাঁধা দিয়েছে পুলিশ।