তালা প্রতিনিধি : মানহানি ও বিপদে ফেলার কুটকৌশল অবলম্বন করার প্রতিবাদে তালা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকালে তালা প্রেসকাবে লিখিত বক্তব্যে এসব কথা বলে তালা উপজেলার কৃষ্ণকাটি গ্রামের শাহানারা বেগম।
লিখিত বক্তব্যে শাহানারা বেগম বলেন, আমি একজন দরিদ্র মহিলা। আমার স্বামী পঙ্গু। আমার তিন সন্তান লেখা পড়া করে। আমি কঠোর পরিশ্রম ও ধার দেনা করে অনেক কষ্টে সংসার চালায়। জালালপুর ই্উনিয়নের ০৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সাইকুল ইসলাম গাজীর কাছ থেকে আমি কিছু টাকা ধার নিয়ে ছিলাম। গত (২২সেপ্টেম্বর) সন্ধ্যায় সে আমাদের বাড়িতে ধারের টাকা নিতে আসে। এ সময় রাজনৈতিক দ›দ্ব থাকার কারণে ও আওয়ামীলীগের ভাবমুর্তি ক্ষুর্ণ করতে পরিকল্পিত ভাবে বিএনপি নেতারা ও জালালপুর ই্উনিয়নের ০৩ নং ওয়ার্ড ইউপি সদস্য আতিয়ার রহমান মোড়ল তাদের বাহিনী মুক্তার গাজী, মনিরুল গাজী সহ ১০/১২ জন লোক এসে আমার বাড়িতে হামলা চালায়। আমাকে ও আওয়ামীলীগ সভাপতি সাইকুল ইসলাম গাজীকে জড়িয়ে কুৎসা রটনা ও মিথ্যা অপবাদ পুলিশ ডেকে এনে মারাত্বক অপমান ও অপদস্ত করে এবং গণমাধ্যমে মিথ্যা অপপ্রচার চালায়। উক্ত যড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রকৃত সত্য ঘটনা প্রকাশের আহবান জানাচ্ছি ও প্রশাসনের কাছে যড়যন্ত্রকারীদের শাস্তি দাবী করছি।