কুষ্টিয়া প্রতিনিধি : উপজেলা পরিচালন প্রকল্পের আওতায় মিরপুর উপজেলার বলিদাপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অসমাপ্ত ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপপরিচালক মো: হাসান হাবিব। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফীন। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম জামাল আহম্মেদ, উপজেলা প্রকৌশলী , জাইকা প্রতিনিধি উত্তম কুমার, জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আলী জোয়ার্দ্দার, উপজেলা ভাইস চেয়ারম্যান বাহাদুর শেখ, মহিলা ভাইচ চেয়ারম্যান শারমিন নাসরিন, বারুইপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম মন্টু, সাধারন সম্পাদক মোমিনুল হক প্রমুখ। বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে বেশ আন্তরিক। আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। এ সরকারের সময় শিক্ষা ব্যবস্থায়, মিরপুর সহ দেশের অন্যান্য এলাকায় যে উন্নতি সাধিত হয়েছে তা গত চার দশকেও হয়নি। শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, সাঁতারে সারাদেশের মধ্যে এই উপজেলা তথা আমলার ছেলেমেয়েরা নেতৃত্ব দেন। তাই তোমরা ভালো করে পড়ালেখা শিখে এই উপজেলার মান উন্নয়নে অংশীদার হবে বলে বিশ্বাস করি। এছাড়াও মাদক, বাল্যবিয়ে,যৌতুকের বিরুদ্ধ সবাইকে সচেতন হওয়ার আহবান জানান বক্তারা। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন-বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আলম স্বপন। সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়র প্রতিষ্ঠাতা সভাপতি নিয়ামত আলী, উপজেলা সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার ইনতাজ আলী, দিশা সংস্থার সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু, প্যানেল চেয়ারম্যান উফান আলী, জাসদ নেতা রাহেন উদ্দিন, নবাব সিরজাউদ্দৌলা কলেজের অধ্যক্ষ মুহা: ফরিদ উদ্দিনসহ এলাকার সুধীজন। উল্লেখ্য প্রায় ২৬ লাখ টাকা ব্যায়ে গত বিদ্যালয় ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।