কুষ্টিয়া প্রতিনিধিঃ মিরপুর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করেছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ জহির রায়হান। গতকাল সোমবার সকালে তিনি এই কার্য্যক্রম পরিদর্শন করেন। সোমবার সকালে উপজেলার বারুইপাড়া ইউনিয়ন ভুমি অফিস, ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও বারুইপাড়া ইউনিয়ন পরিষদের ৪০ দিনের কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন কার্যক্রম পরিদর্শন করেন। বারুইপাড়া ইউনিয়ন পরিদর্শনকালে জেলা প্রশাসক মহোদয় সন্তোষ প্রকাশ করে বলেন যে, ৪নং বারুইপাড়া ইউনিয়ন পরিষদের কর্যক্রমের সচ্ছ্বতা ও গতিশীলতা আছে প্রতিয়মান হয় এবং একই সাথে অত্র ইউপির উন্নয়নমূলক কর্যক্রম চলমান রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন ।
পরে তিনি সাগরখালী আদর্শ ডিগ্রি কলেজ, চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়, চিথলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, চিথলিয়া ইউনিযন পরিষদ, উপজেলা ভুমি অফিস ও খন্দকবাড়ীয়া আশ্রয়ণ প্রকল্প পরিদর্শণ করেন। এরআগ তিনি মিরপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে শুদ্ধ ও সঠিক সুরে জাতীয় সঙ্গীত পরিবেশনের প্রতিযোগিতার উদ্বোধনকারে তিনি বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, বিনোদন, সাংস্কৃতিক চর্চায় অংশ গ্রহন করতে হবে। শুধু পড়ালে করে করে জিপিএ গোল্ডেন ৫ পেলেই হবে না। সব দিক থেকেই এগিয়ে মানুষের মত মানুষ হওয়ার আহবান জানান। অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী পরিদর্শণকালে মিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ই্উএনও) এস.এম. জামাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল কাইয়ুম খাঁন সহ বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাইদুর রহমান সচিব, চিথলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তল,সাগরখালী আদর্শ ডিগ্রি কলেজের সভাপতি আহম্মেদ আলী, সংশ্লিষ্ট ইউপি সচিব ও সদস্য, উদ্যোক্তা উপস্থিত ছিলেন।