মেক্সিকোতে মেট্রো ট্রেনের সংঘর্ষে হতাহত ৫৮

প্রকাশঃ ২০২৩-০১-০৮ - ১৫:৫০

আন্তজাতিক ডেস্ক : মেক্সিকো সিটি টানেলে দুই মেট্রো ট্রেনের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৫৭ জন আহত হয়েছে।
নগর কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
নর্থ-সাউথ মেট্রো লাইন থ্রিতে শনিবার পোট্রেরো ও লা রাজা স্টেশনের মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর মেক্সিকো সিটি মেয়র ক্লাউদিয়া শেইনবাম সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলেছেন, দুর্ঘটনায় ৫৭ জন আহত হয়েছে। অনেকেই সামান্য পরিমাণ আহত হয়েছে। তাদের হাসপাতালে যাওয়ারও প্রয়োজন পড়ছে না। তবে দুর্ভাগ্যবশত একজন প্রাণ হারিয়েছে।
আহত যাত্রীদের অ্যাম্বুলেন্সে চিকিৎসা দেয়ার ছবি টেলিভিশন ফুটেজে দেখানো হয়েছে।
উল্লেখ্য, মেক্সিকোতে মেট্রো সার্ভিস চালু হয় ১৯৬৯ সালে। মোট ১২টি লাইনে ২২৬ কিলোমিটারে মেট্রো ট্রেন চলছে। স্টেশনের সংখ্যা মোট ১৯৫টি।
কয়েকটির মধ্যে মেট্রোয় সবচেয়ে ভয়ংকর দুর্ঘটনা ঘটে ২০২১ সালের মে মাসে। মেট্রো ব্রিজ ধসে ২৬ জন নিহত ও অনেক লোক আহত হয়েছে।