এম শরীফ আহমদে,ভোলা থেকেঃ ভোলার দৌলতখানে মঘেনায় লতফি মাঝি (৩৫) নামে এক জলেকেে অপহরণ করে নিয়ে গেছে দস্যুরা। শুক্রবার (২১ জুলাই) ভোরে মঘেনার সালাউদ্দনিরে চর নামক এলাকায় এ অপহরণরে ঘটনা ঘটে। অপহৃত লতিফ উপজলোর চর খলিফা ইউনিয়েনের বাসিন্দা।
আড়তদার সূত্র জানায়, প্রতদিনের মতো লতিফ মাঝিসহ অন্য জলেদের নিয়ে মেঘনায় মাছ শিকারকালে একদল দস্যু জলেদেরে চারদিক থেকে ঘিরে ফলে। অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলারসহ লতিফকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় ট্রলারে থাকা অন্য জলেদেরে নদীর তীরের কাছাকাছি রেখে যায়। পরে স্থানীয় ইলিশা সংলগ্ন মঘেনায় ট্রলার ফেলে শুধু লতিফকে নিয়ে যায় দস্যুরা। ঘাটের আড়তদার মোঃ কামাল জানান, অপহৃত জেলেকে ছাড়িয়ে আনতে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করছে দস্যুরা। ভোলা কোস্টর্গাড দক্ষিণ জোনের অপারশেন অফিসারে লেফটেন্যান্ট বোরহান বলেন, অপহৃত জেলেকে উদ্ধারে কোস্টর্গাডের দু’টি দল পাঠানো হয়ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনও উদ্ধার হয়নি।