ইউনিক ডেস্ক : ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় আবেদনের করতে জিপিএ বাড়ানোর কারণে পরীক্ষার্থী কমতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি বলেন, ‘আগে দুই পরীক্ষা (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক) মিলিয়ে জিপিএ ৮ পেলে আবেদন করা যেত। এবার তা বাড়িয়ে ৯ করা হয়েছে। যে কারণে পরীক্ষার্থীর সংখ্যা কমতে পারে।’
শুক্রবার এমবিবিএস ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
শুক্রবার সকাল ১০টায় সারা দেশে ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে শুরু হওয়া এ পরীক্ষা শেষ হয় বেলা ১১টায়। এক ঘণ্টার ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় মেডিকেলে ভর্তিচ্ছু এক লাখ ৩৯ হাজার ২১৭ জন পরীক্ষার্থী অংশ নেন। এ বছর প্রতিটি আসনের বিপরীতে লড়ছেন ১২ পরীক্ষার্থী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এবারও পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের সংখ্যা বেশি। মোট আবেদনকারীর মধ্যে ৫৪ শতাংশ মেয়ে, আর ৪৬ শতাংশ ছেলে। গত কয়েক বছরে দেখা গেছে, পাসের ক্ষেত্রেও মেয়েরা এগিয়ে থাকে। এর মাধ্যমে বোঝা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের নারীরা সবদিকে এগিয়ে যাচ্ছে।’
জাহিদ মালেক বলেন, ‘এবার প্রশ্নপত্রের সঙ্গে ট্র্যাকিং ডিভাইস যুক্ত করা হয়েছে, এর ফলে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি এবং প্রশ্নফাঁসও হয়নি।’
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল প্রণীত ভর্তি নীতিমালা-২০২৩ অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।