সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের আধিপত্ত বিস্তারকে কেন্দ্রকরে ৪র্থ বর্ষেন ছাত্রদের উপর হামলা আহত তিন।
বুধবার রাত ১১টায় মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলামের নেতৃত্বে সহসভাপতি রাহাত, আকন্দ, যুগ্ম সম্পাদক কবীর, সাংগাঠনিক সম্পাদক সবুজ, অর্থ সম্পাদক রাজীব সঙ্গবদ্ধ হয়ে হলে ঢুকে হামলা চালায়। এসময় চতুর্থ বর্ষের ছাত্র সৈয়দ আরিফ সাকিল , আব্দুল গফুর, এবং নয়ন হালদারের উপর দেশিয় অস্ত্র নিয়ে হামলা করলে গুরতর আহত অবস্থায় সৈয়দ আরিফ সাকিলকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হয়।
এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহম্মেদ জানান সাতক্ষীরা মেডিকেল কলেজে সংঘর্ষ চলছে এমন সংবাদ পেয়ে আমার ফোর্স নিয়ে ঘটনা স্থলে যায়, পরে হল সুপার ডা:গাজি নাসির উদ্দিন অদক্ষ্য ডাক্তার কাজি হাবিবুর রহমান কেনিয়ে দুই পক্ষের মদ্ধে ঘটনার মিমাংশা করে দেওয়া হয়।
এদিকে আহত ছাত্র সৈয়দ আরিফ সাকিল যানান সকালে ক্লাসে যাওয়ার সময় কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক আমাকে ডেকে পাঠায় আমার ক্লাস থাকায় আমি যেতে পারিনি তাদের কে বলেছিলাম রাতে দেখা করবো। কিন্তু তারা গতকাল রাত আনুমানাীক ১১ টার পরে হটাথ হলে ঢুকে আমার উপর হামলা চালায় এবং আমার মাথায় আঘাথ করে।
নাম না যানাতে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী যানান এ হামলার কারনে কলেজে থমথমে অবস্থা বিরাজ করছে । আমরা নিরাপত্তাহীনতায় ভূগছী।