যশোর অফিস: থ্যালাসেমিয়া রোগমুক্ত সমাজ গড়তে ভারত-বাংলাদেশ মৈত্রী যাত্রার ৯৪ সদস্যের এখন যশোরে। সোমবার সকালে বেনাপোলে পৌছায়। পরে যশোর শহরে আসেন দুপুরে। বিকেল ৩টায় দড়াটানা ভৈরব চত্বরে থ্যালাসেমিয়া ও নিরাপদ রক্ত সঞ্চালনের ওপর আয়োজিত আলোচনা সভায় অংশ নেন তারা।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু। সভায় রেড ক্রিসেন্ট যশোরের সম্পাদক জাহিদ হাসান টুকুন, যশোরের সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা গিয়াস উদ্দিন, অলইন্ডিয়া ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বাসুদেব ভট্টাচার্য, কার্যকরি সভাপতি আশিষ বৈদ্য, সাধারণ সম্পাদক দীলিপ মণ্ডল, উপদেষ্টা আশিষ মজুমদার প্রমুখ বক্তব্য রাখেন।
সংগঠনটির কর্মকর্তারা জানান, মঙ্গলবার সকালে টিমটি যশোর থেকে ঢাকা অভিমুখে রওনা হবে। পথে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সচেতনামূলক সমাবেশ করা হবে। মৈত্রীযাত্রা শেষ হবে ১০ ফেব্রুয়ারি ঢাকায়।
আয়োজকরা জানান, একই বিষয়ে সচেতনতা তৈরি করতে সোমবার ভারতের বারাসাত থেকে মোটরসাইকেল র্যালি শুরু হয়েছে। মোটরসাইকেল র্যালি আগামি ১৩ ফেব্রুয়ারি সিকিম গিয়ে শেষ হবে।