মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : মোংলা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর হাবিবুর রহমানের প্রায় আট কাঠা জমি দখলের পায়তারার অভিযোগ উঠেছে এক ভূমিদস্যু পরিবারের বিরুদ্ধে। স্থানীয় একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থেকে ওই ভূমিদস্যু চক্রটি পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের মাছমারা এলাকার এ জমিটি দখলে নেয়ার পায়তারা করছেন বলে জানান ভুক্তভোগী আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান। সোমবার বিকেলে পৌর শহরের একটি আভিজাত হোটেলে সংবাদ সম্মেলন করে তিনি এই অভিযোগ করেন। এ সময় তিনি লিখিত অভিযোগে বলেন, আরাজী মাকড়ঢোন মৌজার ৩৮৫২ দাগের প্রায় আট কাঠার জমিটি ক্রয়সূত্রে দীর্ঘ ২২ বছর ধরে তার ভোগ দখলে রয়েছে। কিন্তু হঠাৎ করে একটি প্রভাবশালীর মহলের ছত্রছায়ায় কুমারখালী এলাকার বাসিন্দা হায়দার তালুকদার, মারুফ তালুকদার ও নুর নাহার বেগম গং গত ১৩ জুলাই লোকজনসহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তার ওই জমিটি জোরপূর্বক দখল নিতে অপচেষ্টা করেন। পরে জবরদখল চেষ্টার ঘটনার ওই দিনই হায়দার, মারুফ ও নুর নাহার গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়া হয়। পরে তাদেরকে থানায় ডাকা হলেও তারা ওই জমির কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এরপর গত ১৬ জুলাই বিরোধপূর্ণ এই জমিটি নিয়ে ভূমি জরিপ আমিন সমিতিতে বসা হলেও সেখানেও হায়দার, মারুফ ও নুর নাহাট গং কোন বৈধ কাগজপত্র সেখানেও উপস্থাপন করতে পারেননি বলেও জানান আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান। তিনি অভিযোগ করে আরও বলেন, সম্পূর্ণ জাল-জালিয়াতির মাধ্যমে ভূয়া কাগজপত্র তৈরি করে তার জমিটি দখলের পায়তারা চালানো হচ্ছে। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবী জানিয়েছেন।
আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমানের প্রায় আট কাঠা জমি দখলের বিষয়ে জানতে চাইলে হায়দার তালুকদার, মারুফ ও নুর নাহার বেগম দাবী করেন বলেন, তারা ওই জমি দখল করতে যাননি, তাদের জমি ঘিরে নেয়ার চেষ্টা করেন।