মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : মোংলায় ৩৩ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তার কাছ থেকে জব্দ করা হয়েছে একটি মোবাইল ফোন ও নগদ দুই হাজার তিনশত সাতচল্লিশ টাকা। কোস্ট গার্ড পশ্চিম জোন’র (মোংলা) গোয়েন্দা কর্মকর্তা লে : এম মাজহারুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার বুড়িরডাঙ্গা এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড সদস্যরা। এ সময় ওই এলাকা থেকে ৩৩ পিচ ইয়াবাসহ সোহাগ শেখ (৩১) নাম এক মাদক ব্যবসায়ীকে আটক করে অভিযানকারীরা। আটক সোহাগ বুড়িরডাঙ্গার ইব্রাহিম শেখের ছেলে। সোহাগ নিজেই মাদক সেবনের পাশাপাশি ক্ষুদ্র ক্ষুদ্র মাদক সেবনকারীদের কাছে বিক্রি করে আসছিল। যার ফলে যুবসমাজ ধীরে ধীরে বড় ক্ষতির দিকে ধাবিত হচ্ছিল। মাদকসহ আটক সোহাগকে মঙ্গলবার মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়েরের পর মঙ্গলবারই বাগেরহাট জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
কোস্ট গার্ড কর্মকর্তা মাজহারুল হক বলেন, কোস্ট গার্ডের আওতাভুক্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি ডাকাতি দমন, অবৈধ অনুপ্রবেশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণরোধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে এবং ভবিষ্যৎতেও চলমান থাকবে।