আবু হোসাইন সুমন মোংলা : মোংলায় পালিত হয়েছে ঐতিহাসিক মুজিব নগর দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাবেক সংসদ সদস্য হাবিবুন নাহার। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার হাই, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আ: সালাম, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শেখ আব্দুস সালাম, সাধরণ সম্পাদক শেখ আ: রহমান, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন মিলন, পৌর যুবলীগের সভাপতি আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজান তালুকদার ও পৌর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি পারভেজ খান। এর আগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল পুষ্পার্ঘ্য অর্পণ করেন নেতা-কর্মীরা।