মোংলা প্রতিনিধি : মোংলায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় মোংলা থানার আয়োজনে থানা চত্বরে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে’র উম্মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়। মোংলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: খায়রুল আলমের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইকবাল বাহার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আ: রহমান, চাদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, সুন্দরবন ইউপি চেয়ারম্যান কবির হোসেন, মিঠাখালী ইউপি চেয়ারম্যান ই¯্রাফিল হাওলাদার, সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নারজিনা বেগম নাজিনা ও মোংলা সরকারী কলেজের অধ্যক্ষ মো: গোলাম সরোয়ারসহ অন্যান্যরা। ওপেন হাউজ ডে’তে প্রধান অতিথির বক্তৃতায় পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, মোংলা থানা পুলিশে কর্মরত কারো বিরুদ্ধে মাদকের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেলে তাকে এখান থেকে তাৎক্ষনিকভাবে সরিয়ে নেয়া হবে। কোন পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ পাওয়া গেলে তার পরীক্ষা-নিরীক্ষা করা হবে। বিক্রেতা বা সেবনকারীদের কাছ থেকে টাকা-পয়সা নেয়ার অভিযোগ পাওয়া গেলে সেই পুলিশের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। মাদক বিক্রেতা ও সেবনকারী ছাড়া সাধারণ নিরীহ/ভাল মানুষের পকেটে মাদক রেখে হয়রানী করলেও সেই পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, মাদক সংক্রান্ত বিষয়ে পুলিশ সদস্যদের দায়িত্ব আমি নিজেই নিলাম। আর আপনারা সমাজের যে যার অবস্থান থেকে মাদক নির্মুলে সকলে সজাগ থেকে পুলিশকে সর্বাত্মকভাবে সহায়তা করুন। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগীতা ছাড়া কোনভাবেই পুলিশের একার পক্ষে সমাজকে মাদকমুক্ত করা সম্ভব নয়। সভায় বক্তারা বলেন, মোংলা থানায় অফিসার ইনচার্জ হিসেবে মো: ইকবাল বাহার চৌধুরী যোগদানের পর থেকে মাদক বিরোধী তার কঠোর পদক্ষেপে মোংলা পৌর শহর ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন মাদকের দৌরাত্ম অনেকাংশে কমে গেছে। বক্তারা শহরের মাদ্রাসা রোডের আলিয়া মাদ্রাসা ও মসজিদের সামনে থাকা বাংলা মদের দোকানটি অন্যত্র সরিয়ে নেয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন।