মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : মোংলায় করোনায় কর্মহীন শ্রমজীবি মানুষের সাহায্যার্থে রমজানের উপহার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জ্বালানী ও ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন। এসোসিয়েশনের মোংলা শাখার আয়োজনে শনিবার সকালে বন্দরের পাওয়ার হাউস মোড় এলাকায় ৪শ পরিবারের হাতে এ উপহার সামগ্রী তুলে দেন খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। এ সময় কেসিসি’র ৭নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান মাহমুদ পিন্টু, বাংলাদেশ জ্বালানী ও ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন’র মোংলা শাখা সভাপতি শেখ ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক মো: শাহিন ও সাংগঠনিক সম্পাদক জলিল শিকদার উপস্থিত ছিলেন।
এর আগে বন্দরের শিল্প এলাকায় ওমেরা এলপিজি ফ্যাক্টরীর সামনে ৫শ পরিবারের হাতে ওমেরার পক্ষ থেকে খাদ্য সামগ্রী তুলে দেন খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। এ সময় উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ আ: রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম ও ওমেরা এলপিজি’র কর্মকর্তা মো: মুকিতসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।