মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের পক্ষ থেকে করোনায় কর্মহীন হয়ে খাদ্য সংকটে পড়া মোংলার দরিদ্র ও নিম্নমধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে মিঠাখালী ও মোল্লারহাট বাজারে প্রায় ৪শ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এদিকে করোনায় কাজ হারিয়ে ঘরে বসে মানবেতর জীবনযাপন করা মোংলা-রামপালের (বাগেরহাট-০৩ আসন) শত শত দরিদ্র মানুষের মাঝে ১লা এপ্রিল থেকে খাদ্য সহায়তা প্রদাণ অব্যাহত রেখেছেন ড. ফরিদ। এ পর্যন্ত মোংলা ও রামপালের প্রায় দেড় সহস্রাধিক পরিবারকে এ খাদ্য সহায়তা দেয়া হয়েছে। বিএনপি নেতা ড. ফরিদ বলেন, তার ব্যক্তিগত পক্ষ থেকে দলমত নির্বিশেষে মোংলা-রামপালের দরিদ্রদের মাঝে এ খাদ্য সহায়তা প্রদাণ অব্যাহত থাকবে।