মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : ফসল উৎপাদনে আধুনিক কলাকৌশল নিয়ে মোংলায় কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে উপজেলার ৩০জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি অধিদপ্তর’র (ডিএই) উপ-পরিচালক মোহাম্মদ হাসান ওয়ারিসুল। এ সময় আরো উপস্থিত ছিলেন খুলনা কৃষি অধিদপ্তর’র (ডিএই) ট্রেনিং কোঅর্ডিনেটর কাজী শাহনেওয়াজ ও উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা।