মোংলায় গণতান্ত্রিক বাজেট আন্দোলন’র সংলাপ অনুষ্ঠিত

প্রকাশঃ ২০১৮-০৩-২৮ - ১৮:৪৯

আবু হোসাইন সুমন, মোংলা : মোংলায় গণতান্ত্রিক বাজেট আন্দোলন’র সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মোংলা সরকারী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত বাজেট সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা সরকারী কলেজ’র অধ্যক্ষ মো: গোলাম সরোয়ার। গণতান্ত্রিক বাজেট আন্দোলন’র বাগেরহাট জেলা কমিটির সভাপতি নুর আলম শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট সংলাপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা প্রেস ক্লাবে সাবেক সভাপতি এম,এ মোতালেব, বঙ্গবন্ধু মহিলা কলেজ’র প্রভাষক আবুল কালাম আজাদ, মোংলা সরকারী কলেজ’র প্রভাষক মল্লিক ওয়াহিদুজ্জামান, প্রভাষক আনোয়ার হোসেন, প্রভাষক মনোজ কান্তি বিশ্বাস ও প্রভাষক মমতাজ খানম। এ সংলাপে সুশীল সমাজের নেতৃবৃন্দ/প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। জাতীয় বাজেটের গণন্ত্রায়ন ও বিকেন্দ্রী করণের দাবীতেই মুলত এ সংলাপের আয়োজন করে গণতান্ত্রিক বাজেট আন্দোলন কমিটি।