মোংলা প্রতিনিধি : মোংলায় তথ্য অধিকার আইন’২০০৯ বিষয় প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। তথ্য কমিশন ও মোংলা উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল সাড়ে ৯টায় অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাবেক সাংসদ হাবিবুন নাহার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার ও উপজেলা নির্বাহী অফিসার মো: রবিউল ইসলাম। প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান বক্তা ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশন’র (প্রশাসন) পরিচালক মো: আতাউর রহমান। তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণে সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও এনজিও কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।