মোংলা প্রতিনিধি: মোংলায় দুর্নীতি বিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মোংলা পোর্ট পৌরসভার আয়োজনে পৌর মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন’র খুলনা বিভাগীয় পরিচালক ড. মোহাম্মদ আবুল হাসান। এ সময় প্রধান অতিথির বক্তৃতায় ড. মোহাম্মদ আবুল হাসান বলেন, দুর্নীতি প্রতিরোধ ছাড়া সুষ্ঠু সমাজ ব্যবস্থা ও সুশাসন এবং রাষ্ট্র ব্যবস্থপনার উন্নয়ন করা সম্ভব নয়। পৌর মেয়র আলহাজ্ব মো: জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম ও খুলনা গ্লোবাল সংগঠনের আহবায়ক শাহ মামুনুর রহমান। সেমিনারে বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোকজন অংশগ্রহণ করেন। সেমিনারে বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে দুর্নীতিমুক্ত করতে না পারলে কখনই রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার উন্নয়ন করা সম্ভব হবে না। তাই দুর্নীতি প্রতিরোধে পরিবার ও স্কুল পর্যায় থেকে ভবিষ্যৎ প্রজন্মকে উদ্ভুদ্ধ করতে হবে।