মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও মোংলা-রামপালের (বাগেরহাট-০৩) সাংসদ হাবিবুন নাহারের রোগ মুক্তি ও দ্রুত সুস্থ্যতা কামনায় ‘মোংলা মুসলিম নিকাহ রেজিষ্টার কল্যাণ সমিতি’র আয়োজনে বিষেশ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পৌর শহরের মাদ্রাসা রোডে সমিতির সাধারণ সম্পাদক ও পৌরসভার কাজী মো: সিদ্দিকুর রহমানের কার্যালয়ে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় সমিতির সভাপতি ও বুড়িরডাঙ্গা ইউপি’র কাজী মাওলানা মো: জাকির হোসাইন, পৌরসভার কাজী আবু ইব্রাহিম শাহ মো: বাকী বিল্লাহ, সোনাইলতলা ইউপি’র কাজী আলহাজ্ব মাওলানা আমজাদ হোসাইন, মিঠাখালী ইউপি’র কাজী মাওলানা বোরহান উদ্দিন শেখ, পৌরসভার কাজী মো: ফোরকান উদ্দিন, চাঁদপাই ইউপি’র কাজী জুলকার নাইন, চিলা ইউপি’র কাজী মাওলানা ওহিদুল ইসলাম ও পৌরসভার কাজী মো: ওমর ফারুক উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপমন্ত্রী হাবিবুন নাহার করোনা আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।